![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Covid 19 Updates: 'লোকাল ট্রেন চললে সংক্রমণ বাড়বে গ্রামে', রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের
করোনাকালে (Corona) রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ। এবার সাধারণ যাত্রীর জন্য খুলল মেট্রো (Metro)। সোমবার-শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar) বলেন, "করোনাকালে মানুষের মৃত্যু এবং অর্থনীতির লড়াই দুটি দুদিকে চলে। লোকাল ট্রেন না চলায় সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যার দিকে তাকালে বোঝা যাবে এই সিদ্ধান্ত সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই নেওয়া হয়েছে। যদি লোকাল ট্রেন চালু করা হয় তবে গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ অনেক বেড়ে যাবে, সেই জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো যেহেতু কলকাতা শহরের মধ্যে সীমাবদ্ধ ফলে সেই চিন্তাটি নেই। কিন্তু লোকাল ট্রেন চালু হলে গ্রামাঞ্চলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। রাজ্যের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি।"
![West Bengal News: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহের পরেই সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দাপ্রধানকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/1351c17ca0bc99af3047c48b34ae66b21733327103274968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bangladesh News:'বর্ডার খুলে দিক কেন্দ্র', প্রধানমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে আর্জি কার্তিক মহারাজের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/d4a85ed1b624437135485bead99a896f1733326947150967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Recruitment Scam: অর্পিতা-মানিককে টেনে জামিন চেয়ে সুপ্রিম কোর্টেই প্রশ্নের মুখে পার্থ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/ba99af61ceaf8a2e195f441f966b12e91733326285698968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh Protest:পদ্মপারে বিরাম নেই হিন্দু নির্যাতনের।এবার বাংলাদেশি পণ্য বর্জনের ডাক কলকাতায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/5bd5324eb78817b4f4e777901de6e1b51733325660025968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh Chaos: ত্রিপুরার পর মালদার হোটেলে বাংলাদেশি 'বয়কট'। মালদার হোটেলে বাংলাদেশিদের 'No Entry'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/04/771aca5eebd294a6d77d72f6d4ca61571733325312335968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)