(Source: ECI/ABP News/ABP Majha)
Fake IAS Update: রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের নাম, তালতলা থানায় অভিযোগ দায়ের নয়নার
রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের নাম। কীভাবে সাংসদ-মন্ত্রী-মেয়রের নামের মধ্যে দেবাঞ্জন? বিতর্ক তুঙ্গে ওঠার পর তালতলা থানায় অভিযোগ নয়না বন্দ্যোপাধ্যায়ের। ২৬ ফেব্রুয়ারি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না নয়না-সুদীপ। তাঁদের অনুমতি ছাড়া কীভাবে সুদীপ-নয়নার নাম এল ফলকে? এই মর্মে তালতলা থানায় অভিযোগ নয়নার। যে গ্রন্থাগার আয়োজিত এই অনুষ্ঠান, তার সদস্যদের জিজ্ঞাসাবাদ। গ্রন্থাগারের সম্পাদককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ পুলিশের।
এদিকে, কসবা (Kasba) ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে নতুন তথ্য। দেবাঞ্জনের (Debanjan Deb) বিরুদ্ধে কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ। কসবা থানায় যোগাযোগ করে অভিযোগ ২ ব্যবসায়ীর। এক ব্যবসায়ীর সঙ্গে ৯০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, আরেক ব্যবসায়ীর সঙ্গে ২৬ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। অভিযোগ, প্রচুর মাস্ক, স্যানিটাইজার, ১ হাজার পালস অক্সিমিটার কিনেছিলেন দেবাঞ্জন। দুই ব্যবসায়ীর থেকে নেওয়া সেই সব সামগ্রীর টাকা মেটাননি দেবাঞ্জন। মাস্কে বিশ্ব বাংলার লোগো, এগিয়ে বাংলা লিখতে বলেছিলেন দেবাঞ্জন। কসবা থানায় যোগাযোগ করে দাবি ২ ব্যবসায়ীর। কলকাতা পুরসভার (KMC) কমিউনিটি হল তৈরির নামেও প্রতারণার অভিযোগ। পুরসভার কমিউনিটি হল তৈরির নামে ৩৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কমিউনিটি হল তৈরির বরাত পাইয়ে দেওয়ার নামেও প্রতারণার অভিযোগ উঠছে দেবাঞ্জনের নামে।