BJP Minister From Bengal: কোনও পূর্ণমন্ত্রী পেল না বাংলা! বঙ্গ থেকে ক্য়াবিনেট মন্ত্রী করলেন না মোদি
বারোটা লোকসভা আসন জিতলেও, এবারও কেন্দ্র থেকে কোনও পূর্ণমন্ত্রী পেল না বাংলা। গতবার বাংলা থেকে ৪জন প্রতিমন্ত্রী ছিলেন। এবার সংখ্য়াটা কমিয়ে করা হল ২। যদিও একাধিক রাজ্যে বিজেপি এর থেকেও খারাপ ফল করার পরও, সেখান থেকে একাধিক পূর্ণ মন্ত্রী করা হয়েছে।
বাংলা থেকে কাউকে ক্য়াবিনেট মন্ত্রী করলেন না নরেন্দ্র মোদি। উল্টে গতবার বাংলা থেকে ৪জন প্রতিমন্ত্রী ছিলেন এবার সংখ্য়াটা কমিয়ে করা হল ২। পাল্টা বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, এবার তো আর শুধু বাংলা থেকে বিজেপির আসন কমেছে, তা নয়, মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের মতো রাজ্য়ে তো আসন কমে অর্ধেক হয়ে গেছে, সেখান থেকে কি কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি?


















