এক্সপ্লোর
অত্যাবশ্যকীয় পণ্য-তালিকায় কাটছাঁট: 'কৃষকবিরোধী পদক্ষেপ, লাভ হবে পুঁজিপতিদের', মত সৌগতর
এবার অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় কাটছাঁট কেন্দ্রের। তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ, ডাল, তৈলবীজ, দানাশস্য। অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ ভোজ্য তেলও। রাজ্যসভায় বিল পাস করল মোদি সরকার। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতে, এই বিল লোকসভার আগেই এসেছিল। এই বিল কৃষক বিরোধী। এর ফলে ব্যবসায়ী এবং পুঁজিপতিদের সাহায্য হবে।
আরও দেখুন

















