এক্সপ্লোর
বাংলো ভাঙা নিয়ে বিএমসির থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা
বাংলো ভাঙা নিয়ে এবার ক্ষতিপূরণ দাবি কঙ্গনা রানাউতের। দু'কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে, ক্ষতিপূরণ চেয়ে বম্বে হাই কোর্টে আবেদন কঙ্গনার। পালি হিলসের বাংলোর ৪০% ভেঙে দেওয়া হয়েছে। ঝাড়বাতি, আসবাব ও প্রচুর শিল্পকর্ম নষ্ট হয়েছে। বম্বে হাই কোর্টে করা আবেদনপত্রে উল্লেখ কঙ্গনার।
আরও দেখুন

















