এক্সপ্লোর
রামমন্দিরের ভূমিপুজো: আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছেন: মোহন ভাগবত
আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে অযোধ্যাতে। অনেকেই আছেন, যাঁরা আসতে পারেননি। আডবাণীজি নিশ্চয় আজকের এই অনুষ্ঠান দেখেছেন। ভারতকে আত্মনির্ভর করার জন্য যে আত্মবিশ্বাসের দরকার ছিল, তার আজ শুভারম্ভ হল, অযোধ্যার অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত।
আরও দেখুন

















