এক্সপ্লোর
শাহিনবাগ-শুনানিতে তিন মধ্যস্থতাকারীকে আন্দোলনকারীদের বোঝানোর দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট
শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টে শুনানি। শাহিনবাগ-শুনানিতে সমাধানের রাস্তা খুঁজছে সুপ্রিম কোর্ট। ‘আন্দোলন করার অধিকার নেই আমরা একথা বলছি না’। ‘প্রতিবাদ করা মৌলিক অধিকার’। ‘রাস্তা আটকে দীর্ঘদিন আন্দোলন কীভাবে চলতে পারে?’ ‘সবাই যদি এমন করেন তা হলে কী হবে?’ শুনানিতে এবার তিন মধ্যস্থতাকারীকে দায়িত্ব। আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনকে দায়িত্ব। দায়িত্ব দেওয়া হয়েছে ওজাহত্ হবিবুল্লাহকে । প্রাক্তন চিফ ইনফর্মেশন কমিশনার হবিবুল্লাহ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বোঝানোর দায়িত্ব। দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে ফের শুনানি।
আরও দেখুন

















