OBC Case: রাজ্যের বিজ্ঞপ্তিতে ভর্তি, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের
ABP Ananda LIVE: OBC মামলায় বারবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। গত মঙ্গলবার, ১৪০টি জনগোষ্ঠীকে নিয়ে সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের নির্দেশ অমান্য় করেছে রাজ্য় সরকার! আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি! আবার দেখা যাচ্ছে হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও কলেজগুলিতে ভর্তি হওয়ার পোর্টালে, OBC-A এবং OBC-B ক্যাটিগরির উল্লেখ আছে এবং রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব শ্রেণীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। যা নিয়ে আবার হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে যখন হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, তখন তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ তারা স্নাতক স্তরে আর্টস এবং সায়েন্স বিভাগে ভর্তির পোর্টাল খুলে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে নয়, কলকাতা হাইকোর্টের ২০২৪ সালের ২২ মে-র নির্দেশ মেনেই OBC-দের সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই ভর্তিতে OBC সংরক্ষণ। তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবার স্নাতক স্তরে আর্টস এবং সায়েন্স বিভাগে ভর্তির পোর্টাল খুলেছে তারা। যেখানে উল্লেখ রয়েছে, হাইকোর্টের ২০২৪ সালের ২২ মে-র নির্দেশ মেনেই OBC-দের সুযোগ দেওয়া হচ্ছে।

















