Operatin Sindoor: সফল অপারেশন সিঁদুর, আগামীকাল সর্বদলীয় বৈঠকের ডাক
ABP Ananda Live: Operation Sindoor-এর পর সর্বদল বৈঠক। ৮ মে সর্বদল বৈঠক সংসদের লাইব্রেরিতে। জানালেন কেন্দ্রীয় মন্ত্রি কিরেণ রিজিজু। এয়ারস্ট্রাইকের পরে ফের বদলা, নিহত ১০ পাক সেনা । নিয়ন্ত্রণরেখায় দিশেহারা পাকিস্তানের হামলা, ভারতের পাল্টা জবাব । ভারতীয় সেনার পাল্টা জবাব, ১০ পাক সেনার মৃত্যু। নিয়ন্ত্রণরেখায় ১২ ভারতীয়র মৃত্যুর বদলা, ১০ পাক সেনার মৃত্যু । জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক, দিশেহারা পাকিস্তানকে কঠোর প্রত্যাঘাত । জঙ্গি ঘাঁটিতে গুঁড়িয়ে দেওয়ার আক্রোশে সাধারণ ভারতীয়দের উপর পাক হানা । পাকিস্তানের গুলি-মর্টারের জবাবে পাল্টা ভারতীয় সেনার প্রত্যাঘাত । বেছে বেছে জঙ্গিদের নিশানা ভারতের, পাকিস্তানের নিশানায় নিরীহরা! “আফশোস নেই, নেই হতাশাও। কাফিলায় আমিও শামিস হতে পারতাম বলে মনে হচ্ছে। ওদের যাওয়ার সময় হয়েছিল। উপরওয়ালা ওদের শেষ করেননি,” পরিবার ও ঘনিষ্ঠদের হারিয়ে বলল মাসুদ আজহার।



















