India Strikes: ভারতের 'অপারেশন সিঁদুরে' মৃত্য়ু হয়েছে, জঙ্গি সংগঠন জইশের অন্য়তম শীর্ষ নেতা
ABP Ananda Live: ভারতের 'অপারেশন সিঁদুরে' মৃত্য়ু হয়েছে, জঙ্গি সংগঠন জইশের অন্য়তম শীর্ষ নেতা, আব্দুল রউফ আজহারের। কান্দাহারে বিমান ছিনতাই, সাংবাদিক ড্য়ানিয়েল পার্লকে গলা কেটে খুন করা থেকে ভারতে একের পর এক নাশকতার মাস্টারমাইন্ড ছিল মাসুদ আজহারের ভাই রউফ। মাত্র ২৪ বছর বয়সেই IC 814 বিমান অপহরণের গোটা পরিকল্পনা করে সে। ২০০১ সালের সংসদ অ্য়াটাক এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলাতেও নাম জড়িয়েছিল তার।
মঙ্গলবার গভীর রাতে, ভারতের মিডনাইট স্ট্রাইকে মৃত্য়ু হয় এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে পাকিস্তানের তরফে লাগার গোলাবর্ষণে নিহত হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের এক সরকারি আধিকারিক। এক্স মাধ্যমে এই কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত, সেকথাও জানিয়েছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও অনলাইনে ওমর আবদুল্লার সঙ্গে ওই সরকারি আধিকারিক অনলাইন মিটিং করেছেন বলেও এক্স পোস্টে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী। ভারত-পাকিস্তান উদ্বেগের মাঝে বিগত কয়েক সপ্তাহ ধরেই অশান্ত হয়ে রয়েছে সীমান্ত বরাবর এলাকা, রাজৌরি সেক্টর। পাকিস্তানের তরফে অবাধে চলছে গুলিবৃষ্টি এবং গোলাবারুদ বর্ষণ। নিশানা করা হচ্ছে, সাধারণ নিরীহ নাগরিকদের।

















