Operation Sindoor : রাহুল গাঁধীর 'অ্যাক্ট অফ ট্র্যাজেডি' প্রসঙ্গে পাল্টা জবাব বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার
ABP Ananda LIVE: পহেলগাঁও হামলার পর দ্বিতীয়বার ভূস্বর্গে রাহুল গান্ধী। পুঞ্চে পাক গোলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা লোকসভার বিরোধী দলনেতার।
পুঞ্চে রাহুল গান্ধী।
নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর, 'কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়..'
নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রী মোদির। তিনি বলেন, ‘উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে। কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।'
'কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়..'
নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মোদি বলেন, প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা।' পাশাপাশি প্রধানমন্ত্রীর সংযোজন,' রাজ্য সরকারদের উচিত, তাঁদের রাজ্যের অন্তত একটা পর্যটনস্থল, যাবতীয় সুযোগ-সুবিধা-সহ আন্তর্জাতিক মানের করা। এক রাজ্য : এক বিশ্বব্যাপী গন্তব্য (One State : One Global Destination). পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, এটি প্রতিবেশী শহরগুলিকে পর্যটন কেন্দ্র হিসেবেও আরও ত্বরাণ্বিত করবে।'

















