PM Modi: ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার নৈশভোজে প্রধানমন্ত্রী, যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও
ABP Ananda Live: গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল চেহারা সামনে আনতে তৎপর ভারত। সেজন্য ভারত থেকে ৭ টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। ওই প্রতিনিধিদলের মধ্যে একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। মূলত তাঁরা প্রত্যেকেই 'অপারেশন সিঁদুর'এর কথা বিশ্বের দরবারে তুলে ধরেন। এদিকে ইতিমধ্যেই বিদেশ সফর সেরে তাঁরা একে একে ভারতে ফিরেছেন। বিদেশ ফেরৎ প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান ! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি
ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান! খড়দার নির্যাতিতার অবস্থা আরও সঙ্কটজনক, CCU-তে ভর্তি। সাগরদত্ত মেডিক্যালে CCU-তে ডোমজুড়কাণ্ডের নির্যাতিতা। কাজের নামে পর্নোগ্রাফি শ্যুটে চাপ, না করায় নারকীয় অত্যাচার। গলফ গ্রিন থেকে গ্রেফতার ছেলে আরিয়ান, খোঁজ নেই শ্বেতা খানের! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি। রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও শ্বেতার খোঁজে হাওড়া সিটি পুলিশের তল্লাশি। 'নির্যাতিতাকে আটকে রাখার সময় ২ বার গাড়িতে নিয়ে বের হয় অভিযুক্তরা'। দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে, খবর পুলিশ সূত্রে। কিন্তু কেন দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে? এখনও ধোঁয়াশা। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে নির্যাতিতার মায়ের চিঠি, শ্বেতা খানের গ্রেফতারির দাবি।


















