Kunal Ghosh on Saumitra Khan Resign: 'শপথ দেখে অনেকে বিপথে না যায়!', সৌমিত্র খাঁকে খোঁচা কুণালের
বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ছাড়ছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুকে পোস্ট করে নিজেই জানালেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার পদ ছাড়লেও বিজেপিতেই (BJP) আছি, জানালেন সৌমিত্র খাঁ। কেন যুব মোর্চার পদে ইস্তফা? সৌমিত্রকে নিয়ে জোর জল্পনা। তিনি বলেন, "যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে। বারবার দিল্লিতে গিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে চলে আসছে। আমাকে দলে একঘরে করে রাখা হয়।" নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ সৌমিত্রর।
তিনি বলেন, "আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। ব্যর্থতার দায় নিয়ে আগেই যুব মোর্চার পদ ছাড়তে চেয়েছিলাম। নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি আমার আস্থা আছে। কিন্তু একজন নেতা এসে বলছেন, তাঁর নেতৃত্বে সবকিছু হচ্ছে। আমি এলাকায় না ঢুকেই ভোটে জিতেছিলাম। বারবার দিল্লি গিয়ে ভুল বোঝাচ্ছেন, দেখাচ্ছেন যেন পার্টির জন্য জীবন দিয়েছেন। দলের জন্য আমাদেরও অনেক আত্মত্যাগ আছে। কেউ নিজেকে বড় বিজেপি নেতা দেখানোর চেষ্টা করছেন। বিরোধী দলনেতা নিজেকে জাহির করার চেষ্টা করছেন। নতুন নেতা এসে, দিল্লির নেতাকে ভুল পথে চালানোর চেষ্টা করছেন। ভোটের আগে সব চোর-চিটিংবাজকে দলে যোগদান করিয়েছিলেন। আমাদের দলের সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। বালি চুরি সরকার কড়া হাতে দমন করছে, ভাল করছে। একটা বিজেপিতে ২ জন নেতা হয়ে দল চালাচ্ছেন। আয়নায় মুখ দেখুন, নিজের মতো করে দল চালানোর চেষ্টা করবেন না। এভাবে চললে বাংলার মানুষ দুঃখেই থাকবে। যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে।"
এরপরই ট্যুইট করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "কেমন যেন পোড়া পোড়া গন্ধ। দমবন্ধের ভাব। যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন। আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসেবে থাকুক। শপথ দেখে অনেকে বিপথে না যায়!"
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)