WB Election 2021: তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে? মুখ খুললেন মিঠুন
রবিবার ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। BJP-তে যোগ দিয়ে তিনি বলেন, 'আমি কাউকে খারাপ কথা বলতে চাই না। তবে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।' বিজেপিতে যোগদানের কারণ হিসাবে মিঠুন বলেন, '১৮ বছর বয়স থেকে মানুষের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছি। আমার মনে হয় এবার আমি মানুষের জন্য কিছু করতে পারব। এই মুহূর্তে বিজেপি একমাত্র দিল যারা গরীবের জন্য কাজ করতে চাইছে। গরীব মানুষের জন্য কাজ করতেই বিজেপিতে আসা। এই জন্য অনেকেই আমাকে স্বার্থপর বলতে পারেন।' মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল বলেন, 'বাংলার তাড়া খেয়ে মিঠুনকে রাজ্য থেকে পালিয়ে যেতে হয়েছিল।'






















