Presidency University: 'প্রেসিডেন্সির গরিমাবৃদ্ধিতে কাজ করবে TMCP', দাবি উড়িয়ে বিক্ষোভ SFI-এর | Bangla News
টিএমসিপি-এসএফআই সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি (Presidency University)। টিএমসিপি-র (TMCP) হেল্প ডেস্ক নিয়ে উত্তপ্ত প্রেসিডেন্সি। এসএফআইয়ের (SFI) বিরুদ্ধে হেল্প ডেস্ক (Help Desk) খুলতে বাধার অভিযোগ। দলের কেউ নয়, সাধারণ পড়ুয়াদের বাধা, দাবি এসএফআইয়ের। টিএমসিপি ও এসএফআইয়ের স্লোগান-পাল্টা স্লোগান ও ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে চত্বর। টিএমসিপির তরফে বলা হয়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে দীক্ষিত ছাত্রসমাজ প্রেসিডেন্সির গরিমাবৃদ্ধিতে কাজ করবে"। পাল্টা এসএফআইয়ের এক সদস্য বলেন, "প্রেসিডেন্সির অবনমনের জন্য যে শক্তি দায়ী, তা হল তৃণমূল কংগ্রেস এবং তাদের ছাত্র পরিষদ। প্রেসিডেন্সির মধ্যে তৃণমূল কংগ্রেসকে মেনে নিচ্ছি না।"






















