Anupam Hazra on Saumitra Khan Resign: 'চূড়ান্ত হতাশা থেকেই সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্য', সৌমিত্র খাঁ প্রসঙ্গে অনুপম হাজরা
বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ছাড়ছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুকে পোস্ট করে নিজেই জানালেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার পদ ছাড়লেও বিজেপিতেই (BJP) আছি, জানালেন সৌমিত্র খাঁ। কেন যুব মোর্চার পদে ইস্তফা? সৌমিত্রকে নিয়ে জোর জল্পনা। তিনি বলেন, "যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে। বারবার দিল্লিতে গিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে চলে আসছে। আমাকে দলে একঘরে করে রাখা হয়।" নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ সৌমিত্রর।
তিনি বলেন, "আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। ব্যর্থতার দায় নিয়ে আগেই যুব মোর্চার পদ ছাড়তে চেয়েছিলাম। নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি আমার আস্থা আছে। কিন্তু একজন নেতা এসে বলছেন, তাঁর নেতৃত্বে সবকিছু হচ্ছে। আমি এলাকায় না ঢুকেই ভোটে জিতেছিলাম। বারবার দিল্লি গিয়ে ভুল বোঝাচ্ছেন, দেখাচ্ছেন যেন পার্টির জন্য জীবন দিয়েছেন। দলের জন্য আমাদেরও অনেক আত্মত্যাগ আছে। কেউ নিজেকে বড় বিজেপি নেতা দেখানোর চেষ্টা করছেন। বিরোধী দলনেতা নিজেকে জাহির করার চেষ্টা করছেন। নতুন নেতা এসে, দিল্লির নেতাকে ভুল পথে চালানোর চেষ্টা করছেন। ভোটের আগে সব চোর-চিটিংবাজকে দলে যোগদান করিয়েছিলেন। আমাদের দলের সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। বালি চুরি সরকার কড়া হাতে দমন করছে, ভাল করছে। একটা বিজেপিতে ২ জন নেতা হয়ে দল চালাচ্ছেন। আয়নায় মুখ দেখুন, নিজের মতো করে দল চালানোর চেষ্টা করবেন না। এভাবে চললে বাংলার মানুষ দুঃখেই থাকবে। যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে।"
এদিকে বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) বলেন, "সৌমিত্র খাঁ দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে না বলে সামনাসামনি বসে বা দলের বৈঠকে তা প্রকাশ করলে পারতেন। শুভেন্দুর বিরুদ্ধে সৌমিত্র ক্ষোভ ব্যক্তিগত ব্যাপার। তবে প্রকাশ্যে আক্রমণ না করে আগে ইঙ্গিত দিলে ভাল হতো। বাংলার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে ও আমাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে। উনি যদি আগে থেকে বলে থাকেন তারপরও যদি সমাধান না হয় সেক্ষেত্রে বলব সৌমিত্র খাঁ চূড়ান্ত হতাশা থেকেই সোশ্যাল মিডিয়াতে একথা লিখেছেন। দলের কর্মীদের নাম না করে আক্রমণ করা হচ্ছে কোনও দলের পক্ষেই ভাল ইঙ্গিত দেয় না। সৌমিত্রর সঙ্গে সরাসরি কথা না বলে আমি কোনও মন্তব্য করতে পারছি না এব্যাপারে।"
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)