Puri Rath Yatra: পুরীর বাহুড়া যাত্রায় ভক্তের ঢল, পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা
ABP Ananda LIVE: পুরীর বাহুড়া যাত্রায় ভক্তের ঢল। গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
TMCP করলেই কলেজে চাকরি? কসবার পর এবার কাকদ্বীপ কলেজ! কাকদ্বীপ কলেজেও TMCP নেতা-কর্মীদের অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে বিতর্ক। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন TMCP-র ৭ নেতা-কর্মী। ২০২২ সালে তৃণমূল ছাত্র পরিষদের ৭ নেতা-কর্মীকে নিয়োগ। নিয়োগের কথা স্বীকার কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান। ন্যাকের মূল্যায়নের জন্য কর্মীর প্রয়োজন ছিল, তাই নিয়োগ, সাফাই মন্টুরামের। পরীক্ষা ছাড়াই নিয়োগের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি: মন্টুরাম। প্রত্যেকেই দরিদ্র, অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে: মন্টুরাম। তাঁর যোগদানের আগেই নিয়োগ, দাবি কাকদ্বীপ কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তীর


















