Ragging: যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে, হস্টেলেই উঠল 'র্যাগিং'য়ের অভিযোগ
যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে ( Visva Bharati ), হস্টেলেই উঠল 'র্যাগিং'য়ের অভিযোগ। এক ফরাসি ভাষা বিভাগের ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউজিসিকে চিঠি দিয়ে র্যাগিংয়ের অভিযোগ এনে নালিশ ছাত্রের ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ইউজিসির কাছ থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যে ২ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরা ইতালি ও জার্মান ভাষা বিভাগের ছাত্র। ইতিমধ্যেই অভিযুক্ত ২ ছাত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার এই অভিযোগ পাওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্বভারতী কর্তৃপক্ষ হস্টেলগুলোতে ঘুরে ঘুরে দেখেন, কোথাও কোনও রকম ব়্যাগিংয়ের অভিযোগ রয়েছে কি না। পড়ুয়াদের উপর মানসিক বা শারীরিক হেনস্থা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
সোমবার সকালে হস্টেলে যান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযুক্ত পড়ুয়াদের ডেকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসে। কিন্তু অভিযুক্ত তিন জনের মধ্যে এক ছাত্র হস্টেলে ছিলেন না। বাকি দু’জন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। পরে হস্টেল থেকে তাঁদের সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে বলা হয়। তাদের বহিস্কার করা হতে পারে বলে জানা গিয়েছে, কিন্তু কতৃপক্ষ বহিস্কারের বিষয়ে মুখ খোলেনি।

















