RBI : চেক ক্লিয়ারিং-এ 'বাধা' ! নগদ লেনদেনের গোটা প্রক্রিয়ায় নয়া নির্দেশিকা জারি করল RBI
ABP Ananda LIVE : কথা ছিল চেক জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্য়েই ব্যাঙ্ক অ্যাকাউউন্টে নগদ টাকা জমা পড়বে, কিন্তু গত ৪ঠা অক্টোবর সেইমত কাজ শুরু হলেও একাধিক ব্যাঙ্কে সুবিধা না পাওয়ার অভিযোগ উঠেছে অহরহ।খাতায় কলমে কাজ শুরু হলেও বারেবারে গ্রাহক অসন্তোষের মুখে রিজার্ভ ব্য়াঙ্কের পক্ষ থেকে স্থগিত রাখা হল গোটা প্রক্রিয়া।এই ত্রুটির কথা মেনে নিয়েছেন একাধিক আধিকারিকরা। চেক জমা ও সেখান থেকে নগদ টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা জমা পড়ার এই গোটা প্রক্রিয়া দায়িত্বে আছে ন্য়াশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI)
আরও পড়ুন...
বিজয়া সম্মিলনীতে নাম ধরে BLO-দের পরিচয় করাচ্ছেন এক তৃণমূল নেতা
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। আর এসবের দায়িত্ব যাদের হাতে সেই ব্লক লেভেল অফিসারদের নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
বিজয়া সম্মিলনীতে নাম ধরে BLO-দের পরিচয় করাচ্ছেন এক তৃণমূল নেতা! ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে চড়ছে রাজনীতির পারদ।

















