Rosevalley Case: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু
ABP Ananda Live: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু । আমানতকারীদের ৪৫০ কোটি টাকা ফেরতে দিতে অনুমতি । বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রায় ৩৩২ কোটি টাকার সম্পত্তি ফেরতের অনুমতি ওড়িশার খুড়দার বিশেষ আদালতের।
মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি, দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম
মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি। দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও, গরম কমার তেমন কোনও লক্ষণ নেই। আজও একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও আজ থাকবে হট ডে পরিস্থিতি। তবে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনে কোথায় কেমন থাকবে তাপমাত্রা? কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা? এক নজরে দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের ৬ জেলায়। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া।


















