ISRO News: 'আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪০ বছর পর ফের মহাকাশে আমরা', বার্তা শুভাংশুর
ABP Ananda LIVE: মাঝে চার দশকের ব্য়বধান। ফের মহাকাশে পৌঁছ গেলেন ভারতের মহাকাশচারী। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে পা রাখেন। ৪১ বছর পর, ২০২৫ সালের ২৫ জুন দুপুর ১২টার কিছু পর মহাকাশে পৌঁছলেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla)। আর মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা পাঠালেন তিনি। জানালেন, পৃথিবীর বাইরে পৌঁছলেও, কাঁধের তেরঙ্গা তাঁকে আশ্বাস জোগাচ্ছে। দেশবাসীর মধ্যেই আছেন বলে অনুভব করছেন।
এদিন মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা দেন শুভাংশু। তিনি বলেন, "আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪০ বছর পর ফের মহাকাশে আমরা। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা। আমার কাঁধের তেরঙ্গা জানান দিচ্ছে, আমি পৃথিবীর বাইরে হলেও, আপনাদের মধ্যেই আছি। এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয়, মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা। আপনারা সকলে এই যাত্রায় শামিল হোন। গর্ব বোধ করুন, উৎসাহিত বোধ করুন। মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল। জয় হিন্দ, জয় ভারত।"

















