Sikkim Snowfall : অক্টোবরের শেষে বরফ পড়তে শুরু করেছে সিকিমে
ABP Ananda LIVE : অক্টোবরের শেষে বরফ পড়তে শুরু করেছে সিকিমে। লাচুং লাচেং ছাঙ্গু লেকে এই দৃশ্যের সৌন্দর্য্য উপভোগ করছেন পর্যটকরা।
আরও খবর...
শিলিগুড়িতে নির্মলা সীতারমণের বিমানের জরুরি অবতরণ! ভুটান যেতে না পেরে দিল্লিতে ফিরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘ এবং প্রবল বৃষ্টির কারণে ফ্লাইট উড়তে পারেনি। বিমানটি গতকাল ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন। উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে। অবশেষে সকালেই দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী এদিকে, শক্তি হারালেও রাজ্য জুড়ে এখনও 'মোন্থা'র প্রভাব। দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি। কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু-সহ পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি।


















