SSC News: নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে SSC
ABP Ananda LIVE: নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে SSC। 'পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে, পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে। সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন? কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হল না? ৩০ মে-র নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হল না? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য ও SSC-কে, নির্দেশ হাইকোর্টের। SSC-র নতুন নিয়োগ বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে যা ছিল ৫৫ নম্বরের। নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫। এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ১০ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর। আগে মাধ্য়মিক, উচ্চমাধ্য়মিক, স্নাতক, স্নাতকোত্তরের জন্য় আলাদা আলাদা নম্বর ছিল। নতুন পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্যই নয়। গুরুত্ব দেওয়া হয়েছে শুধু স্নাতক ও স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরে। অর্থাৎ যে বিষয়ের জন্য় প্রার্থী আবেদন করছেন, সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে, যেটিতে বেশি নম্বর রয়েছে, তার ভিত্তিতেই স্কোর যোগ হবে।

















