এক্সপ্লোর
Beef Controversy: 'BJP-র পোষারা মানুষকে মানসিকভাবে অত্যাচার করছে', দেবলীনাকে ট্রোল নিয়ে কটাক্ষ কৌশিক সেনের
অভিনেত্রী দেবলীনা দত্তের (Debaleena Dutta) মন্তব্য ঘিরে বিতর্ক। এবিপি আনন্দর স্বরগরম অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তিনি। অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে পোস্ট। পোস্ট ঘিরে ট্রোলড হওয়ার অভিযোগ দেবলীনার। তাঁর অভিযোগ, "সোশ্যাল মিডিয়ায় গণধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে।" অন্যদিকে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি জানান, "উনি ঘরের মধ্যে কি করবেন, খাবেন তাঁর স্বাধীনতা রয়েছে। কিন্তু ওঁর স্বাধীনতার জন্য তিনি আমার ধর্মকে আঘাত করতে পারেন না।" এপ্রসঙ্গে কৌশিক সেন বলেন, "এটা ট্রোল নয়, এটা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। বিজেপির পোষা লোকেরা মানুষকে শারীরিকভাবে অত্যাচার না করে, মানসিকভাবে অত্যাচার করছে। যাতে ভবিষ্যতে কেউ মুখ খোলার আগে দু'বার ভাববে। তবে আমি আশা করব দেবলীনা তা করবে না।"
আরও দেখুন

















