এক্সপ্লোর
বীরভূমে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে! "দলটা আর এক নেই," খোঁচা বিজেপির
বীরভূমে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসায় খোঁচা বিজেপির। তাদের মন্তব্য, "তৃণমূলের গৃহযুদ্ধ শুরু হয়েছে। জেলার ১০০-র ওপর অঞ্চলে তৃণমূলের এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কিছুদিন আগে মন্ত্রী চন্দ্রনাথ বাবুর মুখেও এক কথা শুনলাম। দলটা এক নেই এটা পরিষ্কার হয়ে গিয়েছে।"
আরও দেখুন

















