এক্সপ্লোর
বিজেপি ছেড়ে মোর্চায় ফিরেছেন ১৭ কাউন্সিলর, দাবি বিমল গুরুঙ্গের, মিথ্যা বলছেন, পাল্টা বক্তব্য বিনয় তামাঙ্গ গোষ্ঠীর
বাঁকুড়ায় অমিত শাহ, আচমকা ফের কলকাতায় বিমল গুরুঙ্গ। ‘প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি, শিক্ষা দেব’। অমিত-সফরের মধ্যেই হুঁশিয়ারি বিমলের। ‘প্রতিশ্রুতি রক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এ ফের মুখ্যমন্ত্রী দেখতে চাই মমতাকেই। বিজেপি ছেড়ে মোর্চায় ফিরেছেন ১৭ কাউন্সিলর। দার্জিলিং পুরসভায় তৃণমূলের সঙ্গে বোর্ড গঠন করবে মোর্চা,’ জানালেন গুরুঙ্গ।
পাল্টা বিনয় তামাঙ্গ গোষ্ঠীর দাবি, মিথ্যা বলছেন গুরুঙ্গ।
পাল্টা বিনয় তামাঙ্গ গোষ্ঠীর দাবি, মিথ্যা বলছেন গুরুঙ্গ।
আরও দেখুন

















