Khidirpur Fire: খিদিরপুরে রাজ্য ফরেন্সিক টিম, অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের
ABP Ananda LIVE: খিদিরপুরে রাজ্য ফরেন্সিক টিম, অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের। কীভাবে আগুন লাগল, তা জানার জন্য রাজ্য ফরেন্সিকের আধিকারিকরা প্রয়োজনিয় ছবি ও নুমনা সংগ্রহ করেন। খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'ম্যান মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর। 'খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড। পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে। রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে, আক্রমণ বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের মুখ্যমন্ত্রী। আগুন নেভাতে না পেরে, পুলিশ-দমকলকে ঘর ভাঙতে বলছেন। রাত ১টায় আগুন লাগল, দমকল এল রাত ৪টেয়। তৃণমূল কংগ্রেস মানে টাকা মারার কোম্পানি। মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষের আস্থা উঠে এসে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী। তমলুকের বিজেপি সাংসদকে দেখে এলেন বিরোধী দলনেতা। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

















