এক্সপ্লোর
ইছাপুর: জনসংযোগ বাড়াতে বিজয়ার মিষ্টি বিতরণ জিতেন্দ্র তিওয়ারির, 'জিনিস বিলি করে ভোটে জেতা যায় না', কটাক্ষ বিরোধীদের
বিধানসভা ভোটের আগে নিজের কেন্দ্রে জনসংযোগ বাড়াতে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের নতুন কৌশল। ধূপ ও শাড়ি বিলির পর এবার বিজয়ার মিষ্টি বিতরণ কর্মসূচি। গতকাল লাউদোহার ইছাপুরে মিষ্টি বিতরণ করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, পুজোর আগে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দাদের মধ্যে ৬০ হাজার কাপড় বিলি করা হয়েছে। এবার পুজোর পর সামাজিক রীতি মেনে এই বিধানসভা এলাকার বাসিন্দা ৬০ হাজার পরিবারের হাতে তুলে দেওয়া বিজয়ার মিষ্টি। এভাবে জিনিস বিলি করে ভোটে জেতা যায় না। একসুরে কটাক্ষ বিজেপি-সিপিএমের।
আরও দেখুন

















