West Bengal Corona restrictions: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর দিনাজপুরের করণদিঘিতে খোলা হল বেসরকারি স্কুল
করোনার তৃতীয় ঢেউ-এ শিশুদের সংক্রমণ নিয়ে যখন চিন্তিত গোটা বিশ্ব, ঠিক তখনই সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করেই চলছে স্কুল। উত্তর দিনাজপুরের করণদিঘিতে রমরমিয়ে চলছে বেসরকারি স্কুল। দুরত্ব বিধি বা মাস্ক ব্যবহারের কোনও বালাই নেই একসাথে মিলেমিশে একাকার হচ্ছে শিশুরা যাতে সংক্রমণের ভয় তো থাকছেই, কিন্তু তার দায়িত্ব কার? এ নিয়ে উঠছে প্রশ্ন। করণদিঘি ব্লকের আলতাপুর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর সহ একাধিক গ্রামে দিব্যি চলছে স্কুলগুলো। বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট ঘর। যেখানে গাদাগাদি করে বসতে হচ্ছে খুদেদের। শুধু তাই নয়, স্কুলের নিজস্ব গাড়িতেও ভিড়ে ঠাসাঠাসি করেই ফিরতে হয় পড়ুয়াদের। প্রায় বর্ষব্যাপী লকডাউনের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকার সুযোগেই কি গজিয়ে উঠেছে বেসরকারিভাবে স্কুলগুলো? উঠছে প্রশ্ন।
এদিকে, ভুটান পাহাড় থেকে বয়ে আসা পানা নদীর জলের স্রোতে ভেসে গেলো পানা সেতুর একাংশ। ফলে আলিপুরদুয়ার জেলার কালচিনির থেকে বিচ্ছিন্ন সেন্টাল ডুয়ার্স চা বাগানসহ প্রায় ৪-টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। স্থানীয় সূত্রে খবর, ভোর রাতে নদীর প্রবল জলচ্ছোস ভাসিয়ে নিয়ে যায় পানা সেতুর প্রায় ১০০ মিটার অংশ। এর ফলে কালচিনি থেকে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান-সহ হাতিমারা, রাঙামাটি, বাসরা গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার যখন রেকর্ড ভ্যাকসিনেশনের দাবিতে জোর প্রচার চালাচ্ছে, তখন রাজ্যের দিকে দিকে ভ্যাকসিনের আকালের অভিযোগ! উত্তর ২৪ পরগনার কামারহাটিতে গ্রাহকদের অভিযোগ, দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ এলেও ফিরতে হচ্ছে ভ্যাকসিন না পেয়ে। ভ্যাকসিন না পেয়ে কোচবিহারে বিক্ষোভ গ্রাহকদের।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)