Jammu and Kashmir: শপথগ্রহণের দিন জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, মৃত ১০ পুণ্য়ার্থী, আহত অন্তত ৩৩ | ABP Ananda LIVE
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনই জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১০ জন পুণ্য়ার্থীর মৃত্য়ু হল। আহত অন্তত ৩৩ জন। রিয়াসি জেলায় একটি পুণ্য়ার্থী বোঝাই বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শিবখড়ি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল পুণ্য়ার্থী বোঝাই বাসটি। আচমকা বাস লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি। নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলেও, টানা গুলিবৃ্টি চালিয়ে যায় জঙ্গিরা। ঘটনার পরেই এলাকা ঘিরে সেনা। লাগোয়া জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। ড্রোন উড়িয়ে জঙ্গিদের ডেরার খোঁজ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অমিত শাহ। সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অন্যদিকে দেগঙ্গায় তৃণমূলের উপপ্রধানকে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ। তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন হামলার অভিযোগ। হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, ৪ আইএসএফ সমর্থক গ্রেফতার। আহত উপপ্রধানকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।