Terrorists Attack: মণিপুরের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা মোদির, 'দেশ বিচারের অপেক্ষায় রয়েছে' ট্যুইট মমতার| Bangla News
মণিপুরে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। "নিহত জওয়াদের প্রতি গভীর শ্রদ্ধা। তাঁদের এই বলিদান কখনও ভোলা যাবে না। এই দুঃসময়ে নিহতদের পরিবারকে আমার সমবেদনা জানাই।" বলেছেন প্রধানমন্ত্রী।
মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঘন্য হামলা। ৫ জন সাহসী যোদ্ধার মৃত্যু বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। দেশ বিচারের অপেক্ষা রয়েছে।" ট্যুইট মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।
মণিপুরে জঙ্গি হামলার ঘটনার কেন্দ্রকে নিশানা রাহুল গাঁধীর (Rahul Gandhi)। ট্যুইটে তিনি লিখেছেন, "জঙ্গি হামলায় ফের একবার প্রমাণিত হল দেশকে সুরক্ষা দিতে মোদি সরকার অসমর্থ। শহিদদের শ্রদ্ধাঞ্জলি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। দেশ আপনাদের বলিদান মনে রাখবে।"
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)