TMC News: 'গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা ', বিতর্কিত মন্তব্য় তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির
ABP Ananada LIVE: অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য় । কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের । অভিযোগ দায়ের বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশির । ই-মেল মারফৎ অভিযোগ দায়েরসিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের । 'সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক'। 'গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং' তৃণমূল বিধায়কের মন্তব্য়, পাল্টা কটাক্ষ বিজেপির।
জানালার গ্রিল কেটে ঢুকে দুঃসাহসিক চুরি উল্টোডাঙায়
উল্টোডাঙা থানার মাত্র ৩০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি! গৃহস্থের বাড়ির জানালার গ্রিল কেটে কোটি টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। নগদ টাকা ও গয়না মিলিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে দাবি করেছে পরিবার। সকালে উঠে ঘরের তছনছ অবস্থা দেখতে পান বৃদ্ধ দম্পতি। লুঠের আগে ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছে পরিবার। বড় রাস্তার উপরে কী ছিল না পুলিশি টহল ?

















