TMC News: সোমবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ, ধর্মতলায়, জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ABP Ananda LIVE: সোমবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। ধর্মতলায়, জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার, প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। পাশাপাশি, রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা যেখানে যেখানে এসে থাকবেন, সেই জায়গাগুলোতেও প্রস্তুতি তুঙ্গে।
কাঁকুড়গাছিকাণ্ডে তৎকালীন OC-সহ ৪জনের জেল হেফাজত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন
নারকেলডাঙা থানা থেকে টালা থানা। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনের মামলা থেকে আর জি করে তরুণী চিকিৎসক খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে। এই আবহেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।

















