Uttarakhand Cloudburst : উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ভেসে গেল বহু বাড়ি, বাজার !
ABP Ananda LIVE : মেঘভাঙা বৃষ্টিতে ফের বড় বিপর্যয় নেমে এল 'দেবভূমি' উত্তরাখণ্ডে। হড়পা বানে ভেসে যাওয়ার জোগাড় চারিদিক। ইতিমধ্যেই জলের নীচে চলে গিয়েছে বহু বাড়ি, নির্মাণ। পাহাড়ি এলাকায় বসতি অঞ্চলে আছড়ে পড়তে দেখা গিয়েছে বিধ্বংসী ঢেউ। সব মিলিয়ে প্রায় ৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত ৫০। (Uttarakhand Cloudburst)।মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গা নদী সংলগগ্ন এলাকায়। সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পাহাড়ের গা বেয়ে ছুটে চলা নদী একেবারে ফুলে ফেঁপে রাক্ষুসে আকার ধারণ করেছে। হড়পা বানে দ্রুত গতিতে ছুটে আসছে ঘোলাটে জলরাশি। সটান বসতি এলাকায় পর পর বাড়িকে গিলে নিচ্ছে। (Flash Floods In Uttarakhand)


















