WB News: ২০১৭-তে শেষ নির্বাচন হয়েছিল, বিরোধী ছাত্র সংগঠনগুলো ছাত্র ভোটের দাবি তুললেও আমল দেয়নি সরকার
ABP Ananda LIVE: সার্বিকভাবে রাজ্য়ের কলেজ-বিশ্ববিদ্য়ালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেই দু'হাজার সতেরো সালে। তারপর থেকে বিরোধী ছাত্র সংগঠনগুলো বারবার দাবি তুললেও ছাত্র ভোটের দাবিতে আমল দেয়নি সরকার। উল্টে প্রায় সব কলেজের ইউনিয়নেই দেখা গেছে শাসক দলের ছাত্র সংগঠনগুলোর দাপাদাপি। অনেকেই বলছেন, আসলে মধুভাণ্ডের জন্য়ই ছাত্র সংসদগুলো দখলে রাখার প্রবণতা।
আদালতের নির্দেশের পরেও রাজ্যের একাধিক কলেজে খোলা ইউনিয়ন রুম
প্রায় ৮ বছর ধরে রাজ্যের কলেজগুলোতে ছাত্র ভোট না হলেও ইউনিয়ন রুম খোলাই থেকেছে এতদিন। কসবাকাণ্ডের আবহে এবার হাইকোর্ট নির্দেশ দিল, "যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানে ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না।" যদিও আদালতের নির্দেশের পরেও রাজ্যের একাধিক কলেজে ইউনিয়ন রুম খোলা থাকার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে, দুর্গাপুর মহিলা কলেজের ইউনিয়ন রুম খোলা ছিল। তবে আদালতের নির্দেশের পরে বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ইউনিয়ন রুম।


















