Spyware Pegasus: পেগাসাস প্রস্তুতকারী সংস্থা NSO-কে কালো তালিকাভুক্ত করল আমেরিকা। Bangla News
পেগাসাস-বিতর্কের জের। এই স্পাইওয়্যার প্রস্তুতকারী ইজরায়েলি সংস্থা NSO-কে কালো তালিকাভুক্ত করল আমেরিকা।জুলাই মাসে ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাস ঘিরে হইচই শুরু হয় বিশ্বজুড়ে। দ্য গার্ডিয়ান দাবি করে, ভারতের মতো সারা বিশ্বের ১৮০ জনের বেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি, ধর্মীয় ব্যক্তিত্বের ফোন হ্যাক করা হয়েছে পেগাসাসের মাধ্যমে। দ্য ওয়ারের প্রতিবেদনে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা, এমনকী প্রাক্তন নির্বাচন কমিশনার ছিলেন অশোক লাভাসার মতো ব্যক্তিত্ব! ২৭ অক্টোবর, পেগাসাসকাণ্ডের তদন্তে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে সর্বোচ্চ আদালত। এই প্রেক্ষাপটে এবার পেগাসাস প্রস্তুতকারী সংস্থা NSO-কে কালো তালিকাভুক্ত করল আমেরিকা। মার্কিন বাণিজ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, মানবাধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন।