Science News: প্রতি মুহূর্তে কী ঘটে চলেছে মহাকাশে? প্রশ্নের উত্তর দিতে কাজ করে চলেছে কলকাতার IASES
Institute of Astronomy Space and Earth Science :মহাকাশ নিয়ে দিন দিন আগ্রহ বাড়ছে। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী মহাকাশ বিজ্ঞান ঢুকেছে পাঠ্যক্রমে। স্কুল বা কলেজের পড়ুয়াদের মনে মহাকাশ নিয়ে আগ্রহের বীজ বুনতে কাজ করে চলেছে কলকাতার Institute of Astronomy Space and Earth Science । তৈরি করছে প্রয়োজনীয় পরিকাঠামো। আপনি কি জানেন, মহাকাশে সবসময় ঝড় হয়? কিন্তু সেই ঝড় পৃথিবীর মতো নয়। সেই ঝড় হল বায়ু এবং চৌম্বকীয় তরঙ্গের স্রোত। যা মহাকাশ আবহাওয়া হিসেবে পরিচিত। কখনও কখনও এই ঝড়ের প্রভাব পৃথিবী বা পৃথিবীর ওপরের বায়মণ্ডলে পৌঁছতে পারে। যা স্যাটেলাইট-ভিত্তিক অবস্থান এবং নেভিগেশন, উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও যোগাযোগ এবং বৈদ্যুতিক পাওয়ার গ্রিড সহ বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমকে প্রভাবিত করে। প্রতিদিন প্রতি মুহূর্তে কী ঘটে চলেছে মহাকাশে? কী ঘটতে চলেছে আগামী দিনে? দিন দিন তা নিয়ে আগ্রহ বাড়ছে। স্কুল-কলেজের পড়ুয়াদের মনে সেই আগ্রহের বীজ বুনতে কাজ করে চলেছে কলকাতার Institute of Astronomy Space and Earth Science বা IASES.