এক্সপ্লোর
Emiliano Martínez: জালে বল জড়াতে দিলেন না ভালোবাসার শহরেও, মন জিতলেন মার্তিনেজ | ABP Ananda LIVE
সোমবার কলকাতায় পা রাখেন মার্তিনেজ। তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় উচ্ছ্বাস, উন্মাদনা। আর বুধবার মেসির দেশের এই তারকাকে নিয়ে আবেগে ভাসল কলকাতা। দিন হুডখোলা গাড়িতে চড়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্দেশে রওনা দেন মার্তিনেজ। চারপাশে তখন ফ্যানদের উন্মাদনা। গাড়িতে তাঁর সঙ্গী রাজ্যের মন্ত্রী সুজিত বসু। গাড়ি থেকে নামার পর মার্তিনেজকে মারাদোনার মূর্তির কাছে নিয়ে যান মন্ত্রী। সেখানে কিংবদন্তির ১২ ফুট উঁচু মূর্তিতে মাল্যদান করেন মার্তিনেজ। ২০১৭ সালে কলকাতায় এসে ব্রোঞ্জের এই মূর্তিটির উদ্বোধন করেছিলেন স্বয়ং দিয়েগো-ই।
আরও দেখুন






















