Daily Astrology: কর্মক্ষেত্রে প্রচুর প্রশংসা, প্রেমের সম্পর্কে কাদের উন্নতি ? কী বলছে রবিবারের রাশিফল ?
Sunday Horoscope Astrological Prediction : কেমন যাবে আগামীকাল রবিবার ? কী বলছে আপনার রাশি ?
কলকাতা: কেমন যাবে আগামীকাল রবিবার ? কী বলছে আপনার রাশি ? (Daily Horoscope) আকাশ ছোঁয়া সাফল্য নাকি আচমকাই ছন্দপতন ? গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলতে পারে ? সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি: ভাল যাবে রবিবার। কর্মক্ষেত্রে প্রচুর প্রশংসা পেতে পারেন। কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন। ব্যবসায়ীদের জন্যও ভালো দিন হবে। ব্যবসার পরিকল্পনাগুলিও সফল হতে পারে। পরিবারের কেউ বিয়ের যোগ্য হলে তার বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের বড় কারও সঙ্গে কথা বলতে হবে। প্রেমের সম্পর্ক ভাল যাবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রে কিছু কাজ আটকে যেতে পারে। ব্যবসা নিয়ে উত্তেজিত হয়ে উঠতে পারেন। আর্থিক অবস্থা মজবুত থাকবে। শিক্ষার্থীদের সাফল্য আসবে। আজ অতীতের ভুলের জন্য ভুগতে হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। তবুও বাইরের খাবার এড়িয়ে চলুন, না হলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। পেটে ব্যথা অনুভব করতে পারেন।
মিথুন রাশি : ভাল যাবে রবিবারর। বেকাররা চাকরি সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে সুবিধা পেতে পারেন।বুঝে খরচ করুন,নইলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ হারাতে পারেন। কথা বুঝে বলুন।স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।
কর্কট রাশি : বিরোধীরা কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তবে আপনি বিপদে পড়বেন না। উল্টে বিরোধীরাই সেই ষড়যন্ত্রে ফেঁসে যেতে পারে। ব্যবসায় বড় সুযোগ আসছে। ব্যবসা আরও ভাল হবে। আর্থিক অবস্থারও উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে সমস্যায় পড়তে পারেন। তবে সমাধানও মিলবে।মানসিক চাপ কমে যেতে পারে। ওষুধ সময় মতো না খেলে পুরানো রোগ কষ্ট দিতে পারে। খাওয়া দাওয়ায় ব্যালেন্স রাখুন।
সিংহ রাশি: ভাল যাবে আজ। কর্মক্ষেত্রে দায়িত্বশীল কাজ পেতে পারেন। চাকরির পাশাপাশি পার্ট টাইম কাজ করতে মন চাইলে সুযোগ আসবে।ব্যবসায় খুব বেশি অর্থ বিনিয়োগ আজ করবেন না। না হলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য ভাল থাকবে। যদি আপনার পুরানো রোগগুলি আপনাকে বিরক্ত করে তবে নিজেকে পরীক্ষা করুন, এটি আপনার রোগ প্রকাশ করতে পারে। পুরোনো রোগ ফেলে রাখবেন না। চিকিৎসা করলেই সুস্থ হয়ে উঠতে পারবেন।
কন্যা রাশি: আপনার কাজের দক্ষতা দেখে শীর্ষকর্তারা খুব খুশি হবেন। ব্যবসায় বাবা বা ভাইয়ের পরামর্শ নিলে উন্নতি আসবে।বাড়ি ও পরিবারের সঙ্গে সম্পর্কিত কোনও সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। না হলে পরে অনুশোচনা করতে হতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। আপনার বন্ধুদের সাথে তবে ভ্রমণের জন্য ক্লান্তি আসতে পারে। কাজের মাঝে বিশ্রাম নিলে ভাল হবে।
তুলা রাশি : অফিসের কাজের সূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে চিন্তা বাড়বে। মা-বাবার থেকে বড় সাহায্য পাবেন। অনুষ্ঠানের নিমন্ত্রন আসবে। দোলে ফেলে আসা কিছু মুহূর্তের স্মৃতি যন্ত্রণা দিতে পারে। শরীর খুব একটা ভাল যাবেন না। মেজাজ খারাপ হওয়ার আশঙ্কা। পরিবারের সকলের সঙ্গে বুঝে কথা বলার চেষ্টা করবেন।
বৃশ্চিক রাশি : অফিসের কাজে ভালো সময় কাটবে। কিছু চ্যালেঞ্জ আসলে বুদ্ধি দিয়ে মুক্তি মিলবে। আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন আজ। বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে। শরীর ভাল থাকবে। দোলে বেশি আবেগে ভাসবেন না, বুঝে চলা ফেরা করবেন।
ধনু রাশি: অফিসে শীর্ষকর্তারা আপনার কাজে খুব খুশি হবেন। আপনার বেতনও বাড়াতে পারে। সঙ্গীতের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। পরিবারে কোনও বিবাদ হলে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলুন।শরীর-স্বাস্থ্য একদম ফিট থাকবে।
মকর রাশি: রবিবার ভাল যাবে। চাকরিতে যদি কোনও বাধা এসে থাকে, তাহলে ওই বাধাগুলি আরও কিছুদিন পর ঠিক হয়ে যাবে।ব্যবসায় এই মুহূর্তে আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করতে পারে। আপনি ফাঁদে পড়তে পারেন।কিছুদিন অপেক্ষা করুন। পেটের সমস্যায় চিকিৎসকের কাছে যান।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে কিছু সহকর্মীর কাছে সাহায্য করবে না। ব্যবসায় আজ লাভ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দূর হবে। পারিবারিক জীবনে ভারসাম্য রাখুন। নাহলে তর্ক হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ঠিক থাকবে।
মীন রাশি:আর্থিক পরিস্থিতিতে চড়াই উতরাই আসতে পারে। অর্থ সম্পর্কিত কোনও চুক্তিতে না যাওয়াই ভাল হবে আজ। হুটোপাটি করে কাজ করবেন না, নইলে সমস্যা বাড়বে। ব্যবসায় কিছু সমস্যার মুখোমুখী হতে পারেন আজ। মন অস্থির হবে। তবে মাথা ঠান্ডা রাখলে বাধা কাটবে।
আরও পড়ুন, একমাত্র এই শুভকাজটি করা যেতে পারে আজ, কালবেলাদি-কালরাত্রি কখন ?
(তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি)
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।