(Source: ECI/ABP News/ABP Majha)
Auto Expo 2023: ভারতে আসছে MG 4 ইলেকট্রিক হ্যাচব্যাক,প্রকাশ্যে এল মডেল
MG 4 EV: অটো এক্সপোতেই শুরু হয়ে গেল প্রতিযোগিতার লড়াই। ভারতে এবার তাদের প্রিমিয়াম ইলেকট্রিক হ্যাচব্যাক MG 4 নিয়ে আসছে কোম্পানি।
MG 4 EV: অটো এক্সপোতেই শুরু হয়ে গেল প্রতিযোগিতার লড়াই। ভারতে এবার তাদের প্রিমিয়াম ইলেকট্রিক হ্যাচব্যাক MG 4 নিয়ে আসছে কোম্পানি। আজ Auto Expo 2023-তে মডেল থেকে পর্দা সরাল মরিস গ্যারাজেস। অটো বব্লগারদের মতে, MG ZS-এর সঙ্গে বাজারে এই গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ লঞ্চ হতে পারে।
Auto Expo 2023: কী বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে ?
MG4 EV SAIC-এর MSP প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এমজির এই হ্য়াচব্যাক। এক চার্জা ৩৫০ কিলোমিটার যেতে পারে এই গাড়ি। ৫১ কিলোওয়াট থেকে ৬৪ কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি ক্ষমতা ধরে এই গাড়ি। এতে রয়েছে রেয়ার-হুইল-ড্রাইভ মোটর । এটি ৪.২ মিটারেরও বেশি লম্বা গাড়ি। প্রিমিয়াম হ্যাচব্যাক হওয়ার পাশাপাশি এতে দারুণ ডিজাইন দিয়েছে কোম্পানি।
MG 4-এ একটি বড় হুইলবেস ও ছোট ব্যাটারি রয়েছে। যা এতে আরও বেশি হেডরুম দেয় । কুপের মতো ডিজাইন হলেও এর কেবিন বেশ খোলামেলা। একটি ছোট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি ফ্লোটিং টাচস্ক্রিন সহ সামগ্রিক ড্যাশবোর্ড ডিজাইন সম্পূর্ণ ভিন্ন এই গাড়ির। সেন্টার কনসোলে ন্যূনতম বটন ব্যবহার করা হয়েছে। যার ফলে এই গাড়ি একটি পরিষ্কার ডিজাইন পেয়েছে। এই হ্যাচব্যাকে একটি ঝঞ্ঝাট-মুক্ত ইন্টারফেস দিয়েছে কোম্পানি। ভবিষ্যৎ প্রজন্মের ডিজাইনের কথা মাথায় রেখে কিছু কাটস দেওয়া হয়েছে হ্যাচব্য়াকে।।
MG 4-এ অসাধারণ ব্রেকিং সিস্টেম ছাড়া ADAS বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। এখানে MG ZS-এর মতোই গিয়ার শিফট পাবেন ক্রেতারা। MG4 ভারতীয় বাজারের জন্য একটি আকর্ষণীয় লঞ্চ হতে পারে। এই গাড়ি বৈদ্যুতিক পাওয়ারট্রেনের সঙ্গে দেশে কোম্পানির প্রথম প্রিমিয়াম হ্যাচব্যাক হতে চলেছে।
এই গাড়ির মূল্য নির্ধারণ ও এমজি কীভাবে এই হ্যাচব্য়াককে জেডএস মডেলের পাশাপাশি বিক্রি করবে এখন সেটাই বড় চ্যালেঞ্জ। ভাল বিক্রির আশা করলে কোম্পানিকে এই মডেল ভারতেই তৈরি করতে হবে। তবেই এর উৎপাদন ব্যয় কমানো সম্ভব। ভারতে না এলেও ইতিমধ্যেই MG 4 অন্যান্য দেসে ল়ঞ্চ করেছে কোম্পানি। বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে MG-র আরও একটি বৈদ্যুতিক গাড়ি MG Air। ফ্ল্যাগশিপ পণ্য হিসাবেই এই গাড়ি ভারতে লঞ্চ করবে মরিস গ্যারাজেস।
Auto Expo 2023: মারুতি নিয়ে এল ইলেকট্রিক কনসেপ্ট এসইউভি, নাম দিয়েছে ইভিএক্স