Upcoming EV: তিন তিনটে নয়া ইভি আসছে বাজারে, মারুতি-হুন্ডাই-মহিন্দ্রা কোন মডেল নজর কাড়বে ? b
EV Cars: আগামী সমস্ত গাড়ি লঞ্চগুলির মধ্যে সবার প্রথমে বাজারে আসবে মহিন্দ্রার বিই ০৬। এটি একটি পিওর ইলেকট্রিক মডেল যাতে ফ্ল্যাট ফ্লোরের সঙ্গে একটি র্যাডিক্যাল ডিজাইন পাবেন গ্রাহকরা।
EV Cars: ভারতের বৈদ্যুতিন গাড়ির ইকোসিস্টেম এখনও খুবই স্বল্প স্তরে রয়েছে, মাত্র কয়েকটি প্রতিদ্বন্দ্বী সংস্থা রয়েছে এই বৈদ্যুতিন গাড়ির বাজারে। তবে আগামী ২ মাসের মধ্যেই এই চালচিত্র আমূল বদলে যেতে পারে। বড় বড় সংস্থা যেমন মারুতি, মহিন্দ্রা, হুন্ডাই ইত্যাদি তাদের নিজস্ব নতুন ইভি (Upcoming EV) আনতে চলেছে বাজারে। এমনকী এই বছরের শেষ দিকেই টাটা এবং এমজি সংস্থা তাদের নতুন ইভিও বাজারে আনতে চলেছে। ফলে জোর টক্কর হতে চলেছে ভারতের ইভির (EV Cars) দুনিয়ায়। ভারতের ইভিপ্রেমীদের নজর কাড়বে এই তিন নয়া ইভি, পেট্রোল চালিত এসইউভির থেকে একেবারে আলাদা অভিজ্ঞতা এনে দেবে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িগুলি।
Mahindra BE 06
আগামী সমস্ত গাড়ি লঞ্চগুলির মধ্যে সবার প্রথমে বাজারে আসবে মহিন্দ্রার বিই ০৬। এটি একটি পিওর ইলেকট্রিক মডেল যাতে ফ্ল্যাট ফ্লোরের সঙ্গে একটি র্যাডিক্যাল ডিজাইন পাবেন গ্রাহকরা। ডিজাইন, ফিচার্সের সঙ্গে পাল্লা দিয়ে থাকবে এই গাড়ির পারফরম্যান্স। দুই রকমের ব্যাটারি প্যাক থাকবে এতে- একটি ৫৯ কিলোওয়াট আওয়ারের এবং অন্যটি ৭৯ কিলোওয়াট আওয়ারের। ২৮০ বিএইচপি পর্যন্ত পাওয়ার আউটপুট মিলবে এই গাড়িতে। এছাড়া সানরুফ লাইটিং, টুইন স্ক্রিন, ডলবি অ্যাটমোস অডিও সিস্টেম ইনস্টল করা থাকবে এই গাড়িতে।
Hyundai Creta EV
হুন্ডাই তাদের বহু প্রত্যাশিত ক্রেটা ইভি আগামী বছর জানুয়ারি মাসেই আনতে চলেছে। এই ইভিতে থাকছে টুইন স্ক্রিন, এডিএএস, প্যানোরমিক সানরুফ এবং আরও অন্যান্য ডিজাইন। স্ট্যান্ডার্ড ক্রেটার থেকে এই গাড়ি অনেকটাই আলাদা হবে। এর লুকস ফিচার্স এবং সমস্ত এলিমেন্ট বহুগুণে আলাদা। এর ৫০ কিলোওয়াটের ব্যাটারি প্যাকের সাহায্যে আপনি ৫০০ কিমি যেতে পারবেন একবার সম্পূর্ণ চার্জে।
Maruti Suzuki Grand Vitara
আগামী মাসে ভারত মোবিলিটি শোতে এই গাড়ির প্রদর্শনী করা হবে। মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারা আসছে বাজারে। ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক মিলবে এই গাড়িতে। ১৫ লাখ থেকে ২৫ লাখের বাজেটের মধ্যেই মিলবে এই তিনটে ইভি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Mileage Bike: বাজাজ প্ল্যাটিনা নাকি হোন্ডা শাইন, কোন বাইকে বেশি পাবেন মাইলেজ ?