Multibagger Stock: এক বছরে ১ লাখ থেকেই রিটার্ন দিয়েছে ৯০ লাখ টাকা, LIC-র বিনিয়োগ আছে এই স্টকে, কেনা আছে ?
Multibagger Penny Stock: আগের বছর ১৮ এপ্রিল ২০২৪ তারিখে এই কোঠারি ইন্ডাস্ট্রিয়াল স্টকের দাম ছিল ২.৭৪ টাকা। আর এটাই ছিল এক বছরে এই স্টকের সর্বনিম্ন স্তর।

Stock Market: বাজারে এমন অনেক স্টক রয়েছে যেগুলিতে অনেক কম সময়ে বিপুল অঙ্কের রিটার্ন পাওয়া যায়। আবার কিছু কিছু স্টকের দাম (Multibagger Stock) এতটাই কম থাকে যে সেগুলিতে বিনিয়োগে অনেকেই ভরসা পান না, এমন স্টককে বলা হয় পেনিস্টক। আর এবারে এমনই একটি পেনিস্টকের রিটার্ন শুনলে মাথা ঘুরে যাবে (Penny Stock) আপনার। এক বছরের মধ্যেই ৯০ গুণ রিটার্ন এসেছে এই স্টকে। ১ লাখ হয়ে গিয়েছে ৯০ লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসির পোর্টফোলিওতেও আছে এই স্টক। আপনার কেনা আছে ?
সংস্থার নাম কোঠারি ইন্ডাস্ট্রিয়াল। যে সময়য় স্টক মার্কেটে পরপর পতন চলছিল, সেই সময়েও এই স্টকে ভাল মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। সোমবার এই স্টকের দাম বাজারে ১.৯৯ শতাংশ বেড়ে ট্রেড করছিল ২৪৫.৫৫ টাকায় আর আজ ২৩ এপ্রিল এই স্টকের দাম ট্রেড করছে ২ শতাংশ বেড়ে ২৫৫.৪৫ টাকায়। গত ৫ দিনেই ৮.৫৫ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম। ফলে ৫২ সপ্তাহের রেকর্ড উচ্চতার স্তর ভেঙে আরও উঁচুতে উঠেছে এই স্টক।
আগের বছর ১৮ এপ্রিল ২০২৪ তারিখে এই কোঠারি ইন্ডাস্ট্রিয়াল স্টকের দাম ছিল ২.৭৪ টাকা। আর এটাই ছিল এক বছরে এই স্টকের সর্বনিম্ন স্তর। সেখান থেকে এই স্টকের দাম ৮৮৬১.৮৮ শতাংশ বেড়ে ২১ এপ্রিল ২০২৫ তারিখে এসে পৌঁছায় ২৪৫.৫৫ টাকায়। এক বছরের রেকর্ড উচ্চতা ছিল এটি। যদিও আজ এই স্তরের থেকেও বেড়ে গিয়েছে এই স্টকের দাম।
১০৮ বছরের পুরনো এই সংস্থা কোঠারি ইন্ডাস্ট্রিয়াল। ১৯৭০ সালের ১ জুলাই এই সংস্থার প্রতিষ্ঠা হয়। ব্রোকারেজ ফার্মের মতে এই সংস্থার ১০ বছরের নেট মুনাফা বার্ষিক ২০.৫৮ শতাংশ হারে বেড়েছে। আর অপারেটিং মুনাফা বার্ষিক ২৫.০১ শতাংশ হারে বেড়ে গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)























