TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি
TMC News: ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ

কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা (TMC Leader Arrest) তরুণ তিওয়ারি। তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ। পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার তোলাবাজিতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা। গ্রেফতার দুই শাহরেদও।
গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা: ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে ধৃত ওই সাসপেন্ডেড নেতা বিরুদ্ধে। তরুণ তিওয়ারি সহ ২ শাগরেদ রাহুল সিংহ, রাহুল পুরোহিতও পাকড়াও করা হয়েছে। ব্যবসায়ীর দাবি, ৬ লক্ষের বিনিময়ে মামলার নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন যুব তৃণমূল নেতা। বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি। সেখানে অভিষেকের নাম করে তরুণ তিওয়ারি ভয় দেখান বলে অভিযোগ ব্যবসায়ীর। পোস্তা থানায় যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। দলবিরোধী কাজের জন্য এদিনই তাঁকে সাসপেন্ড করে দল। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে ফাঁসানোর পাল্টা দাবি করেছো ধৃত। তাঁর দাবি, "অফিসে এসেছিল টাকাও দিয়েছিল, আমি নিইনি, আইনজীবী নিয়েছিল। পরে জানা যায় ব্যবসায়ী প্রতারক, তখন টাকা ফেরত দিয়ে দিই।'
হাওড়ার লিলুয়ার বাসিন্দা এক ব্যবসায়ীর মা সোমবার রাতে পোস্তা থানায় লিখিত অভিযোগে জানান, যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তাঁর দুই সঙ্গী তাঁর ছেলেকে চাকরি দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ব্যবসায়ী সেই সাহায্য নিতে অস্বীকার করলে তাঁকে হেনস্থা করা হয়। এরপর গত বুধবার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি মহিলাকে তাঁর অফিসে ডাকেন। অভিযোগ, তখন মহিলাকে অপহরণ করা হয়, এবং ৩ লক্ষ টাকা মুক্তিপণ এবং আড়াই লক্ষ টাকা আগাম দাবি করেন। সেই সঙ্গে ছেলেকেও হুমকি দেওয়া হয়। শেষমেশ টাকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয় মহিলাকে। থানায় যাওয়ায় ব্যবসায়ীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই প্রেক্ষাপটে রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের পদ থেকে তরুণ তিওয়ারিকে সরিয়ে দিল তৃণমূল। শুক্রবার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তাঁর দুই সঙ্গীকে পোস্তা থানায় ডেকে পাঠানো হয়। এরপর গ্রেফতার করা হয় তাঁদেরকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tanmay Bhattacharya Suspended: দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য






















