Belur Math Puja: আজ তৃতীয়া, বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন খোদ বারাণসীর পূজারিরা
Durga Puja Belur Math: তৃতীয় আলোর উৎসবে ভাসল বেলুড় মঠ সংলগ্ন গঙ্গা, প্রদীপ হাতে বারাণসীর গঙ্গার আদলেই আরতি করলেন খোদ সেখানকারই পূজারিরা।
হাওড়া: আজ তৃতীয়া। আলোর রোশনাই বেলুড় মঠে (Belur Math)। বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় অসংখ্য প্রদীপ হাতে আরতি করলেন খোদ বারাণসীর পূজারিরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেলুড় মঠের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল গঙ্গা সংস্কৃতি যাত্রার।
চলতি বছরে বেলুড় মঠে ১২৩ তম দুর্গাপুজো হচ্ছে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই থেকেই নিষ্ঠার সহিত মানা হয় কিছি বিধি। জন্মষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে। চলতি বছরেও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়েছে বরাবরের রীতি মেনেই।
মঠে ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২১ তারিখ, ২২ তারিখ এবং ২৩ অক্টোবর বেলুড় মঠে দুর্গা পুজো করা হবে। শনিবার মহাসপ্তমীতে পুজো শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়। ২২ অক্টোবর রবিবার মহাষ্টমীতে পুজো শুরু হয় ভোর সাড়ে ৫ টায়। এবং মহানবমীতেও একই সময় পুজো শুরু হবে।
অপরদিকে, চেতলা অগ্রণী পুজোর এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। ৩২ বছরে পা দিল এই পুজো। মানুষ ছুটে চলেছে ওপরে ওঠার নেশায়, এখানে সততা ও মানবিকতার দায়বদ্ধতা গৌণ। যে কোনও মূল্যে উপরে উঠতে হবে, কিন্তু যাঁরা সৎপথে পরিশ্রমের মধ্যে দিয়ে ওপরে পৌঁছতে চাইছে, তাঁদরকেই মা ঠাঁই দিয়েছে নিজের মুকুটে। এটাই পুজোর থিম। মণ্ডপের প্রতিমা মায়ের মূর্তি, অচেনা মহিষাসুর।
মুদিয়ালির পুজোর এবারের থিম 'সমাহারে সমারোহ'। ৮৯ তম বছরে পা দিল এই পুজো। মায়ের মূর্তি সাবেকি, মণ্ডপের ভিতরে ও বাইরে পিতলের কাজ। লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর এবারের থিম ডিজনি ল্যান্ড। প্রতিবারের মতো এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের দেবী প্রতিমাকে। পেল্লাই সাইজের মুকুট থেকে, বিশাল হার, মোটা মোটা বাহুবন্ধ, সবই সোনার তৈরি। উমার সঙ্গে সোনার সাজে সেজে উঠেছে তাঁর সন্তান-সন্ততিরাও।
আরও পড়ুন, ভরা পুজোয় ভিজতে হবে এই দিনগুলিতে, জানাল আবহাওয়া দফতর
কলেজ স্কোয়ারের পুজোয় এবার মহীশূরের প্যালেসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ছে আলোকসজ্জা ও দেবীপ্রতিমা।একডালিয়া এভারগ্রিন পুজোর থিম রাজস্থানের যোধপুরের জৈন মন্দির। ৮১ বছরে পা দিল এই পুজো। বেনারস থেকে বেনারসী আনিয়ে পরানো হয়েছে দুর্গা প্রতিমাকে। রাজবেশ থেকে ঝাড়বাতি, কাড়ছে নজর।