Birbhum Weather Update: সংক্রান্তির আগেই পারদ পতন, শীতের আমেজ বীরভূম জুড়ে
Birbhum Weather Update Today: আজ, ১০ জানুয়ারি, বুধবার কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে দেওয়া যাক এক নজরে
বীরভূম: নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে গোটা রাজ্যেই। বাদ নেই বীরভূমও। লাল মাটির দেশে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে ফিরে এসেছে ঠাণ্ডা। আজ, ১০ জানুয়ারি, বুধবার কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে দেওয়া যাক এক নজরে।
সংক্রান্তির আগেই শীতের আমেজ উপভোগ করছে বীরভূম। বুধবার গড়ে বীরভূমের তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিতে পরিষ্কার আকাশে তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। মোটের ওপর পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। ফলে ঝলমলে রোদের সঙ্গে শীতের আমেজ জমিয়ে উপভোগ করা যাবে বীরভূমে।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : সংক্রান্তির আগেই শীতের আমেজ উপভোগ করছে বীরভূম। বুধবার গড়ে বীরভূমের তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিতে পরিষ্কার আকাশে তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৬.২৪
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৫.০৯
বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): পূর্বাভাস অনুযায়ী আরও বেড়ে রাতের তাপমাত্রা পৌঁছাল ১৭ এর ঘরে। বুধবার পর্যন্ত এভাবেই রাতের তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে শীতের দ্বিতীয় স্পেল। আজ থেকে অবাধ হবে উত্তরে হাওয়ার গতিপথ। ফলে সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে। তবে পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টরের কারণে তামাত্রা নামতে আরও প্রায় ৪৮ ঘন্টা সময় নেবে। শুক্রবার থেকে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল আসছে সপ্তাহের শেষে। যা স্থায়ী হবে অন্তত ৫ থেকে ৬ দিন।
আরও পড়ুন: 'Mentaaal' Trailer Out: যশ-নুসরতের 'মেন্টাল' ট্রেলারে নজর কাড়লেন ভিলেন সায়ন্তনী, রয়েছেন মদন মিত্র