Suvendu on Mamata's Treatment: 'ভুল' চিকিৎসার শিকার খোদ মুখ্যমন্ত্রী ! কী বললেন শুভেন্দু ?
SSKM Hospital: এসএসকেএমের নাম না করে ভুল চিকিৎসার অভিযোগ জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : 'ভুল' চিকিৎসার শিকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ! মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই এনিয়ে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। সোশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা হল, রাজ্যের সব থেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল। এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর (Health Minister) আমলে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা কম করছেন এবং রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন।
এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 1, 2023
এটা হলো, রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতাল কে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল।
এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তার বাবুরা চিকিৎসা কম… pic.twitter.com/8n3MCwCK4L
'ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল।' এসএসকেএমের নাম না করে ভুল চিকিৎসার অভিযোগ জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ভুল চিকিৎসার জন্য আমার ইনফেকশনটা সেপ্টিকের মতো হয়ে গিয়েছিল। ফলে, হাতে আমার সাত দিন স্যালাইনের চ্যানেল করা ছিল। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যেও প্রতিদিন অফিস থেকে কাগজ গেছে। অনেকে সাক্ষী আছেন, পুজোর চার দিন আমি ভোর ৫টা পর্যন্ত পাহারা দিয়েছি। যাতে কোনও ঘটনা না ঘটে।'
গত জুন মাসে উত্তরবঙ্গ থেকে ফেরার সময়, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, স্পেন সফরে গিয়ে সেই বাম হাঁটুতেই চোট পান তিনি। একই জায়গায় ব্যথা অনুভব করেন মুখ্যমন্ত্রী। দেশে ফিরেই যান এসএসকেএমে।
এই পরিস্থিতিতে এসএসকেএমে মুখ্যমন্ত্রীর এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। মুখ্যমন্ত্রীর বাঁ হাটুতে জমা ফ্লুইড বের করে দেওয়া হয় সেখানে। এরপর ১০ দিন বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। নিয়ন্ত্রিত হাঁটাচলা করতে বলা হয় তাঁকে। দেওয়া হয় ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। কিন্তু, তারপর গোটা পুজোই প্রায় ঘরবন্দি অবস্থায় ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ! এদিন তা নিয়ে বলতে গিয়েই সরাসরি ভুল চিকিৎসার কথা বলেন তিনি !
আরও পড়ুন ; SSKM-এ ভুল চিকিৎসা মমতার! মুখ্যমন্ত্রীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য