Calcutta High Court: দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ
Fire Operator Recruitment: ফায়ার অপারেটর (Fire Operator) পদে নিয়োগে, অন্তর্বর্তী স্থগিতাদেশের (Interim stay order) মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
সৌভিক মজুমদার, কলকাতা: দমকলে (Fire Brigade) ফায়ার অপারেটর (Fire Operator) পদে নিয়োগে, অন্তর্বর্তী স্থগিতাদেশের (Interim stay order) মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আইনজীবী বদল হওয়ায় আজ হলফনামা জমা দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission)। তারা আদালতের কাছে সময় চাইতেই আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ (Division Bench)।
দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ: দমকলে (Fire Brigade) নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে, রাজ্য সরকারের অস্বস্তি অব্যাহত। ফায়ার অপারেটর (Fire Operator) পদে নিয়োগে, অন্তর্বর্তী স্থগিতাদেশের (Interim stay order) মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৮ সালে ফায়ার অপারেটর (Fire Operator) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষার ফল ঘোষণা হয় ২০১৯-এ। মামলাকারীদের অভিযোগ, সংরক্ষণ, খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই প্রকাশিত হয় মেধাতালিকা। এই অভিযোগের প্রেক্ষিতে কর্মপ্রার্থীরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা SAT’র দ্বারস্থ হন। SAT সেই মামলা খারিজ করে দেয়। SAT’র রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন কর্মপ্রার্থীরা।
গত সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি হরিশ টন্ডন ও শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ, দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এদিন হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার কথা ছিল পাবলিক সার্ভিস কমিশনের। কিন্তু, PSC-র তরফে আদালতে জানানো হয়, তাদের আইনজীবী বদল হয়েছে। এই কারণে, হলফনামা জমা দিতে আরও এক সপ্তাহ সময় দেওয়া হোক। PSC-র সেই আর্জি মঞ্জুর করেন ডিভিশন বেঞ্চ। এরপরই ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বৃদ্ধির নির্দেশ দেয় হাইকোর্ট। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: Bankura News: বাংলা পড়াতে পারেন না শিক্ষক! বাঁকুড়ার ওন্দার প্রাথমিক স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা