College Service Commission: কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন?
১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৪০-৫৫ বছর বয়সীরা যোগ্যতা অনুসারে কলেজ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন।
![College Service Commission: কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন? College Service Commission: College principal appointment notice issued, how long can the application be made? College Service Commission: কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/11/4fc9554c4749a1548f993804f613bcdb_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: স্কুলে (School) শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজে অধ্যক্ষ নিয়োগ। বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে আদালত পর্যন্ত ! স্কুলে শিক্ষক নিয়োগ নিয়েই একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই আবহে এবার কলেজ অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। আবেদনের যোগ্যতামান কী?
- ৪০-৫৫ বছর বয়সীরা যোগ্যতা অনুসারে কলেজ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন।
- জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি ৫ হাজার টাকা।
- অধ্যক্ষ পদে আবেদনের যোগ্যতা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর, পিএইচডি ডিগ্রি, অ্যাসোসিয়েট প্রোফেসর অথবা প্রোফেসর পদে অন্তত ১৫ বছর পড়ানোর অভিজ্ঞতা।
এদিকে শিক্ষক নিয়োগের পুরনো জট কাটানোর উদ্যোগের পাশাপাশি, নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, SSC’র নতুন পদ ৫ হাজার ২৬১টি। কর্মশিক্ষার জন্য ৭৫০ ও শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদ তৈরি করা হয়েছে। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন নোটিস দিয়ে জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে সহকারি শিক্ষক নিয়োগের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। এর পাশাপাশি, প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হবে বলে জানানো হয়েছে।
২০১৬ সালে, শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। ৫ বছর আগে হয়েছিল প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা। কিন্তু, সেই নিয়োগেই দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। শিক্ষক নিয়োগের ৩টি মামলায় CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়। পরে, সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাগুলি সুব্রত তালুকদারের ডিভিশন বঞ্চে বিচারাধীন রয়েছে। কবে নিয়োগ হবে? এখন সে’দিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)