Kolkata Crime News : টাকা ধার না দিতেই রাগে জ্বলে ওঠে মাথা, দিদির গলায় কোপ! গল্ফগ্রিনে গ্রেফতার মামাতো ভাই
ঘরে ঢুকে কে খুন করল মহিলাকে, কী উদ্দেশ্য, আতঙ্ক গ্রাস করে প্রতিবেশীদের। ঘটনার তদন্তে নেমে মাত্র ১ দিনের মধ্যেই খুনের কিনারা করে ফেলল পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : গত ১৩ ডিসেম্বর, গল্ফগ্রিন থানার অধীনস্থ এলাকাতে ভ্য়াটের মধ্যে মেলে এক মহিলার কাটা মাথা । মুহূর্তে ছড়ায় চাঞ্চল্য। আর এবার , সেই ঘটনার এক মাসের মাথায়, গল্ফগ্রিনের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মহিলার নলিকাটা দেহ। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার এই জনবহুল এলাকায়। ঘরে ঢুকে কে খুন করল মহিলাকে, কী উদ্দেশ্য, আতঙ্ক গ্রাস করে প্রতিবেশীদের। ঘটনার তদন্তে নেমে মাত্র ১ দিনের মধ্যেই খুনের কিনারা করে ফেলল পুলিশ।
পুলিশের দাবি, টাকা ধার না দেওয়ায় মহিলাকে খুন করেছে তাঁর মামাতো ভাই। গলফ গ্রিন মহিলা খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বছর চল্লিশের নাফিসা খাতুন তাঁর মায়ের সঙ্গে লেক গার্ডেন্সের রাজেন্দ্রপ্রসাদ কলোনির ফ্ল্যাটে থাকতেন। বন্ধ ফ্ল্য়াটে খাটের নিচ থেকে মহিলার দেহ উদ্ধার হয় বুধবার। পুলিশ সূত্রে খবর, বুধবার নাফিসার ফ্ল্যাটে এসে ১০ হাজার টাকা ধার চান মামাতো ভাই সাবির আলি। বচসা চলাকালীন নাফিসাই আত্মরক্ষার্থে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসেন। সেই ছুরি কেড়ে নিয়েই তাঁর গলার নলি কেটে দেয় সাবির। দেহ লুকিয়ে রাখে খাটের নিচে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত।
বুধবার খবর পেয়ে তদন্তে নামে গল্ফগ্রিন থানা ও লালবাজারের গোয়েন্দা শাখা। স্নিফার ডগ দিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালায় পুলিশ। নমুনা সংগ্রহ করেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। নিহত মহিলার দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। এরপর পুলিশি তদন্তে উঠে আসে তার সাবিরের নাম।
গত ১৩ ডিসেম্বর, টালিগঞ্জের গ্রাহামস রোডে বহুতলের পিছনের ভ্যাটে মেলে তরুণীর কাটা মাথা। কাছে গিয়ে দেখতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় প্রত্যক্ষদর্শীদের। ডিসেম্বরে সাত সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকে গলফগ্রিন থানা এলাকার গ্রাহামস রোডের বাসিন্দারা। এই ঘটনার ঠিক এক মাস পর আবার গল্ফগ্রিনে খুনের ঘটনা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষ। খাস কলকাতার রাস্তায় এমন ঘটনায় ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন :
গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা






















