West Bengal Weather Update : সিত্রাং-সঙ্কট আরও এল এগিয়ে, নিম্নচাপ পরিণত হল গভীর নিম্নচাপে
Sitrang Update : রবিবার তা আরও শক্তি বাড়িয়ে হবে, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। কালীপুজোর আনন্দ মাটি করতে প্রায় তৈরি ঘূর্ণিঝড় । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনসারে আজই নিম্নচাপ পরিণত হয়ে গেল গভীর নিম্নচাপে।ম আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে চললে রবিবার তা আরও শক্তি বাড়িয়ে হবে, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে।
কালীপুজোর দিন ঘূর্ণিঝড়
সোমবার, কালীপুজোর দিন অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার কথা ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার ঘূর্ণিঝড় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। তাই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। ভারী বৃষ্টির পূর্বাভাস আছে পূর্ব মেদিনীপুরেও।
৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
তিন জেলাতেই প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সতর্কতামূলক প্রচার
এছাড়াও জেলায় জেলায় সতর্কতা তুঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
মাইকে সতর্কতামূলক প্রচার
সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মত্স্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (পূর্বাঞ্চলীয় অধিকর্তা, আবহাওয়া দফতর ) জানাচ্ছেন
' দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা। ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে হওয়ায় সুন্দরবনে বেশি প্রভাব।'
সিতরাং সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ তথ্য একনজরে
- সিত্রাংয়ের প্রভাবে কালীপুজোর দিন দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
- ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে।
- কালীপুজোর দিন কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আশঙ্কায় নবান্নর তরফে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।
- পরিস্থিতি মোকাবিলা দমকল বিভাগের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
- ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর হল 033 22276666, 033 22521165, 033 22526164